তিন আসামীকে নিয়ে বেগমগঞ্জের নির্যাতনস্থল পরিদর্শণ করেছে পিবিআই
- আপডেট সময় : ০৫:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা দু’টি মামলার তিন আসামী বাদল, কালাম ও সাজুকে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
সকাল ১০টায় এই তিন আসামীকে সাথে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ইন্সেপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে নির্যাতনের শিকার ওই নারীর বাড়িতে যান। এ সময় পিবিআই-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় পিবিআইয়ের কর্মকর্তারা ওই বাড়িতে অবস্থানকালে নির্যাতনে শিকার ওই নারীর বসতঘরে ঘটনাস্থল ও আশপাশ ঘুরে ঘুরে দেখেন। তবে, এ সময় তারা কারো সাথে কথা বলেননি।এর আগে শুক্রবার সকালে পিবিআই নোয়াখালীর ইন্সেপেক্টর সুভাষ চন্দ্র পালের নেতৃত্বে একটি দল একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের নির্যাতনের শিকার ওই নারীকে নিয়ে তার বাড়ি পরিদর্শনে যায়।















