তিনশ’ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিক ধর্মঘটের দু’ সপ্তাহ পার

- আপডেট সময় : ০১:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলা আন্দোলন প্রধানমন্ত্রীর আশ্বাসে আংশিক প্রত্যাহার হলেও, সিলেটের বেশিরভাগ চা বাগানের শ্রমিকরা এখনো কাজে যোগ দেননি। তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তবে হবিগঞ্জের ২৪টি বাগানের শ্রমিকরা কাজে যোগদান না করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। উদ্ভুত পরিস্থিতি নিরসনে ঢাকায় ২৫ আগস্ট শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক হবে।
টানা ১৪ দিনের আন্দোলনের পর সোমবার সিলেট ও মৌলভীবাজারের কয়েকটি বাগানের চা শ্রমিকরা কাজে যোগ দিলেও বেশিরভাগ শ্রমিক সিদ্ধান্তহীনতায় ভুগছেন। সিলেটের ২২টি চা বাগানের মধ্যে মাত্র ৫টিতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে মালনিছড়া চা বাগানে বেশকিছু শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছে। এদিকে মজুরী বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের চলমান আন্দোলনের ১৫তম দিনেও কর্মবিরতি চলছে হবিগঞ্জের চা বাগানগুলোতে। সকাল থেকে হবিগঞ্জের ২৪টি বাগানের শ্রমিকরা নিজ নিজে বাগানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শ্রমিকরা বলছেন, তাদের দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান চানপুর চা বাগান শ্রমিকদের সাথে দেখা করে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেও চা শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছেন। শ্রমিকরা বলছেন, কাজে ফেরার জন্য তারা এখনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ভেলি প্রধানদের নির্দেশনা পাননি। দাবী মানলেই তারা কাজে যোগ দেবেন।