কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিনদিনের লালন উৎসব
- আপডেট সময় : ০৬:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ১৯২৪ বার পড়া হয়েছে
বাউল সম্রাট লালন সাঁই’র ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন আখড়াবাড়ীতে শুরু হচ্ছে তিনদিনের লালন উৎসব। প্রেম, ভক্তি ও হৃদয়ের টানে এরইমধ্যে দেশের দূর-দুরান্ত থেকে লালন আখড়ায় এসেছেন বাউল-সাধু ভক্তরা। ভিড় করেছেন, দেশী-বিদেশী দর্শনার্থীরাও।এদিকে উৎসব নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বাউল সম্রাট লালন সাঁই’র তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া ছেঁউড়িয়ার লালন আখড়া এখন ভক্ত, দর্শনার্থীদের পদচারণায় মুখোর। উৎসবে যোগ দিতে ইতোমধ্যেই আসন পেতে বসেছেন নারী-পুরুষ বাউল। কারো কথায় কেউ যদি কষ্ট পায়, তা হলে সাধু হওয়া যায় না, লাভ করা যায় না সৃষ্টিকর্তার নৈকট্য।এমন কথা জানালেন লালন ভক্ত আর অনুসারীরা।
কোন কিছু পেতে হলে এক সাথে চাইতে হয়। বললেন, নারী লালন অনুসারীরা।
উৎসবে আগত বাউলদের সেবা দিতে প্রস্তুত মাজার কমিটি। লালনের গান শুনলেই হবে না, তার গানের অর্ন্তনিহিত তত্ত্ব অন্তরে ধারণ করতে হবে। জানালেন, লালন মাজারের প্রধান খাদেম।
তিনদিন ব্যাপী লালন উৎসব সফল করতে নিরাপত্তা ব্যবস্থা, সাধু-বাউলদের থাকা-খাওয়াসহ সব প্রস্তুতি নেয়া হয়েছে। বললেন, লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক।