তিনদিনের রিমান্ড শেষে এমপিপুত্র ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে দুপুরে কোর্টে হাজির করবে ডিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫১৬ বার পড়া হয়েছে
নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় তিনদিনের রিমান্ড শেষে এমপিপুত্র ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে দুপুরে কোর্টে হাজির করবে ডিবি পুলিশ।
এই মামলায় আবারো তাদের আবারো তিনদিনের রিমান্ডের আবেদন করবে তদন্ত কর্মকর্তা।
এদিকে, গতকাল বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালতে ইরফানের ব্যক্তিগত অফিসার এ বি সিদ্দিকী দিপুর ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ২৫শে অক্টোবর সন্ধ্যার পর রাজধানীর ধানমন্ডি এলাকায় হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে।