তিনদিনের অব্যাহত বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা
- আপডেট সময় : ০২:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১৭২৫ বার পড়া হয়েছে
বৃষ্টি ও জোয়ারের পানিতে তৃতীয় দিনের মতো ডুবেছে বন্দরনগরী চট্টগ্রাম। আবহাওয়া অফিস বলছে, ভোর থেকে ভারী বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে পানি জমেছে। জোয়ার দেরিতে আসায় পানি নামতে সময় লাগবে। তাই নগরবাসীর দুর্ভোগও দীর্ঘায়িত হবে। এদিকে সীমাহীন জলাবদ্ধতায় আবারও একে অন্যের ওপর দায় চাপাচ্ছে সিডিএ ও সিটি কর্পোরেশন। টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের আশংকায় পাহাড়ের পাদদেশে বসবাসরতদের সরাতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অমিত দাশের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত।
গত তিন দিনের ধারাবাহিকতায় রোববারও বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবেছে বন্দরনগরী চট্টগ্রাম। ২৪ ঘন্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও মুলত বৃষ্টি শুরু হয়েছে রাত ২টা থেকে। ভোর হওয়ার আগেই ডুবে যায় নগরী। কোমরপানি মারিয়ে সকাল দেখে চট্টগ্রাম বাসী। ফুটেজ-১
ষোলশহর, আগ্রাবাদ, প্রবর্তক, শুলকবহর, বহদ্দারহাট, চান্দগাঁওসহ বেশিরভাগ গুরুত্বপুর্ণ এলাকার কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে নিমজ্জিত হয় নগরী। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েন নগরবাসী। পানি জমেছে উড়াল সড়কেও।
মৌসুমী বৃষ্টিপাতে গত তিন দিন ধরে দফায় দফায় ডুবেছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই নগরী। এমনকি সিটি মেয়রের বাড়িও ডুবে আছে হাঁটু পানিতে। বরাবরের মত একে অন্যের ওপর দায় চাপিয়ে আবারও পার পেতে চাইছে সিডিএ ও সিটি কর্পোরেশন।
এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশংকা করছে জেলা প্রশাসন। বিভিন্ন পাহাড়ে পাদদেশে বসবাসরত মানুষদের নিরাপদে সরিয়ে দিতে অভিযান শুরু হয়েছে শনিবার রাত থেকে। ফুটেজ-৩
পুর্ণিমার প্রভাবে সাগরের পানি স্বাভাবিকের চেয়ে উচ্চতায় থাকার পাশাপাশি স্থুল নিন্মচাপে আরো কয়েকদিন এমন জলাবদ্ধতার আশংকা করছে আবহাওয়া অফিস।