তিনটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
আগামী ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মৌসুমের আন্তর্জাতিক সূচিতে এ ম্যাচের ফিকশ্চার রয়েছে। ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের সঙ্গে দুটি সিরিজের পর ভারতের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে রশিদ খানরা। ভারতের পর রয়েছে অস্ট্রেলিয়া সফর। আসন্ন মৌসুমে দারুণ ব্যস্ত সময় কাটবে আফগানদের। এসিবির ফিউচার ট্যুরস প্রোগাম অনুযায়ী ২০২২-২৩ মৌসুমে ১১টি ওয়ানডে, ৪টি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। এই মৌসুমে সব মিলে ৩৭টি ওয়ানডে, ১২টি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে। এই সময়ে রয়েছে দুটি এশিয়া কাপের আসর, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ।