তালমা নদী দখল করে স্থাপনা গড়ে তুলেছে সৌদি-বাংলা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোফ্রেন্ড লিমিটেড
- আপডেট সময় : ০৭:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে তালমা নদী দখল করে স্থাপনা গড়ে তুলেছে সৌদি-বাংলা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোফ্রেন্ড লিমিটেড। দখলের পরিধি বাড়াতে নদীর প্রবাহমান অংশে বাঁধ দিয়ে ভরাট করছে তারা। সম্প্রতি কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। দখলদার উচ্ছেদে নদী কমিশনের তালিকায় প্রতিষ্ঠানটির নাম থাকলেও, এতোদিন কোনো ব্যবস্থা নেয়নি তারা।
পঞ্চগড়ে অবৈধ দখলদারদের তালিকা অনুযায়ী, সৌদি-বাংলা এনভায়রন মেন্ট এন্ড ইকো ফ্রেন্ড লিমিটেড প্রায় সাড়ে সাত একর নদীর জমি দখল করেছে। বর্তমানে নদীর প্রবাহমান ধারায় বালি ফেলছে তারা। একই এলাকায় হিমালয় বিনোদন পার্ক প্রায় সাড়ে আট একর জমি দখল করেছে।
তালমা নদীর এই এলাকায় একটি রাবার ড্যাম্প স্থাপন করেছে এলজিইডি। খরা মৌসুমে এর মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয়। স্থানীয়রা জানায়, নদী ভরাটের ফলে পানিশুন্য হয়ে পড়েছে তালমা।চাষাবাদ বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্থ হবে চাসীরা। বাড়ি-ঘর ভেঙ্গে পড়ারও শংকা রয়েছে।
এদিকে, নদী রক্ষায় মাঠে নেমেছে স্থানীয় পরিবেশ কর্মীরা। প্রশাসন উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা।
ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
গত বছর সেপ্টেম্বরে নদী রক্ষা কমিশন, দখলদার হিসেবে পঞ্চগড় সদর উপজেলায় ৯২ ব্যক্তি ও প্রতিষ্ঠান, তেঁতুলিয়া উপজেলায় ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং দেবীগঞ্জ উপজেলার ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে চিঠি দেন। এখনো কোনো উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন।