তারেক রহমানের সাবেক এপিএস অপুর জামিন স্থগিত
- আপডেট সময় : ০৩:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৮৩৪ বার পড়া হয়েছে
মানি লন্ডারিং মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।
অপুর পক্ষে দাঁড়ানো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম শুনানিতে অংশ নেননি। তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। সকালে মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার জামিন বিষয়ে দুপুরে আদেশ দেবে আদালত। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। অপুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৪ ডিসেম্বরের ঘটনায় মতিঝিল থানায় মামলা করে রেব। মামলায় ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এবং ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়।


























