তারেক রহমানকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করা হবে : কাদের
- আপডেট সময় : ১০:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৬২৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দুর্নীতিবাজ নেতা তারেক রহমানকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করা হবে। বলেন, বর্তমানে দেখা যায় দুর্নীতিবাজরাই এখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক। দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের ৭৫ বছর পূতি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন। যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
শুরুতে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি এখন রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করে কোন লাভ নেই বলেও মন্তব্য করেন তারা।
লন্ডনে বসে তারেক রহমানের দেয়া কর্মসুচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ মেইড ইন লন্ডন কর্মসূচি সমর্থন করে না।
বিএনপি নেতাদের আন্দোলনের চেয়ে মুখের জোর বেশি জানিয়ে তিনি বলেন, তাদের আন্দোলনে বিচলিত নয় সরকার।
ক্ষমতার জন্য বিএনপি যে কোন দাসত্ব মেনে নেয় মন্তব্য করে, ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব আছে এবং থাকবে, জানান ওবায়দুল কাদের।