রংপুরের তারাগঞ্জের একই জায়গায় মাত্র ছয় দিনের ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে সাত দিনের নবজাতকসহ তিনজন মারা যায়। ভোরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের খারুয়াভাজ ব্রীজের কাছে রংপুরমুখী মাইক্রোবাসকে বাস চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, কক্সবাজারের উখিয়ায় ট্রাক খাদে পড়ে দুই রোহিঙ্গা কিশোরীর মৃত্যু হয়েছে। দুপুরে বালুখালীর ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বেলা ১১টায় ইট বোঝাই ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলে দুই পথচারী রোহিঙ্গা কিশোরী মারা যায়। অভিযুক্ত চালককে আটক করে উখিয়া থানায় নেয়া হয়েছে।