তাপদাহে পুড়ছে দিনাজপুরের লিচুর মুকুল
- আপডেট সময় : ১২:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য মতে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় এবার প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচুর আবাদ হয়েছে। মৌসুমের শুরুতেই তাপমাত্রা সহনীয় থাকলেও গেল কয়েকদিনের টানা তাপদাহে পুড়ছে লিচুর মুকুল। উল্লেখযোগ্য ভাবে ক্ষতি সাধন হয়েছে বেদনা, চায়না থ্রিসহ উন্নত মানের লিচুর মুকুল। চাষীরা বলছে ২০ থেকে ৩০ শতাংশ চায়না ও বেদানার লিচুর মুকুল রোদের তাপে পুড়ে গেছে । স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ মত ব্যবস্থা নিলেও মিলছে না প্রতিকার।
মাত্র কদিন আগেই এমন সতেজ ছিল মুকূলে মুকুলে ভরা লিচু গাছগুলো। কিন্তু কয়েক দিনের টানা তাপ প্রবাহে এরই মধ্যে পুড়ে গেছে অনেক লিচুর মুকুল। বিশেষ করে উন্নত জাতের বেদনা ও চায়না ফ্রিজাতে লিচুর মুকল। বোম্বাই জাতের লিচু কিছু কিছু রক্ষা পেলেও সামনের দিনগুলো নিয়ে চিন্তিত কৃষক।
এদিকে, বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, গেলবার শেষের দিকে অনেক লিচু পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সামনের দিনগুলোতে আবার অবস্থা কি হবে তাই নিয়ে শঙ্কায় তারা।
বিকেলের দিকে গাছের গোড়ায় পানি দিতে হবে ও পাতা পাতায় পানি স্প্রে করতে হবে পাশাপাশি প্রয়োজনে কিছু অনুখাদ্য ব্যবহার করা যেতে পারে বলে জানান
স্থানীয় সম্প্রসারণ অধিদপ্তর।
জেলায় প্রতিবছর৭০ থেকে ৮০ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হয়ে থাকে যার বাজার মূল্য সাড়ে ৬’শ কোটি টাকা থেকে ৭০০ টাকা।মধু উৎপাদিত হয়ে থাকে ১১৫ থেকে ১২০ মেটিক টন।