তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রাম
- আপডেট সময় : ০২:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
ভারী বৃষ্টি, জোয়ার ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের অন্তত ৮০ শতাংশ এলাকা। নগরীর বাইরে অন্তত ৭ উপজেলার বিস্তৃর্ণ এলাকাও ডুবেছে পানিতে।
পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিনেরর মৌসুমী বৃষ্টিতে নাকাল গোটা চট্টগ্রামের মানুষ। এর ওপর বুধবার বিকেল থেকে বিভিন্ন এলাকায় নামতে থাকা পাহাড়ি ঢলে ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। প্লাবিত হয়েছে ফটিকছড়ি, রাঙ্গুনীয়া, হাটহাজারি, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী, মীরসরাই, সীতাকুণ্ডসহ বিস্তৃর্ণ এলাকা। ভারি বৃষ্টি অব্যাহত থাকলে আজ-কালের মধ্যেই খুলে দিতে হবে বাঁধ। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশংকা করছে জেলা প্রশাসন। এদিকে, বন্যার পানিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রামমুখী লেন হাঁটুপানিতে তলিয়ে
গেছে। ফলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট লেগে দুর্ভোগে পড়েছে যানবাহন চালক ও যাত্রীরা।