তরুণরা স্বাস্থ্যবিধি না মানায় বিশ্বের অনেক দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি : ডব্লিউএইচও

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
তরুণরা স্বাস্থ্যবিধি না মানায় বিশ্বের অনেক দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও । বৃহস্পতিবার জেনেভায় করোনা নিয়ে ব্রিফিংয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করে তরুণদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ডব্লিউএইচও মহাপরিচালক জেনেভায় টেদ্রোস আধানম ওই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তরুণরাও যে সমানভাবে ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার শঙ্কায় আছেন এমন কথা জানিয়ে বলেন, ‘তরুণরা অপ্রতিরোধ্য নয়। বয়স্ক কিংবা আগে থেকে নানান রোগে আক্রান্তদের মতো তরুণরাও সংক্রমিত হওয়ার সমান ঝুঁকিতে রয়েছেন।’তিনি আরও বলেন, যেসব দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, সেসব দেশে এটার নেপথ্যে রয়েছে তরুণরা। কারণ তারা করোনার সংক্রমণ রোধে যেসব সুরক্ষাব্যবস্থা গ্রহণ করা উচিত তা করছে না।