তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৮৯০ বার পড়া হয়েছে
একাদশ জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদের ভোট গ্রহণের দিন ঠিক করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী।
সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন। রিটে সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ভোট গ্রহণের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন । তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি। পরবর্তী সময়ে রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে বলেও জানান রিটকারি আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ ।