তত্ত্বাবধায়ক সরকার চাইলে ফখরুলকে পাকিস্তান যেতে হবে : কাদের
- আপডেট সময় : ০২:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৭০৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনের শপথ হবে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে জয়ী করা । তত্ত্বাবধায়ক সরকার চাইলে ফখরুলকে পাকিস্তান যেতে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ইউরোপ আমেরিকার বাংলাদেশের ইলেকশনের প্রতি নজর। কারণ এখানে একটা আন্তর্জাতিক খেলা আছে যেটা শেখ হাসিনা জানেন। তিনি আল্লাহ ছাড়া কারো হুমকি ধামকি ভয় পান না। বিএনপিকে ভিসা নীতি দিয়ে হুমকি দেয়া হয় না । জিয়াউর রহমান ১৫ আগস্টে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার সাথে জিয়া জড়িত। তিনি বলেন অনুপ্রবেশকারীদের ছাত্রলীগে চিহ্নিত করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ।