তত্ত্বাবধায়কের দাবিতে বিএনপির সরকার পতনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধুমাত্র সরকারি দল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে– এমন আশা করে লাভ নেই।
সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন ওবায়দুল কাদের। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির সরকার পতনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দিবসটি উপলক্ষে শহীদ ডা. মিলনের সমাধিতে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্যাহ আমান। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।