ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
দুপুর সাড়ে ১২টার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। ‘খ’ ইউনিটে পাস করেছেন মাত্র ৭ হাজার ১২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। এদিকে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ জাকারিয়া। তার স্কোর ১২০ এর মধ্যে ১০০.৫। তিনি দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষার্থী।