ঢাকা শিশু হাসপাতালে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০৯:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / ১৬০১ বার পড়া হয়েছে
ঢাকা শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের কার্ডিয়াক আইসিইউতে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কার্ডিয়াক আইসিইয়তে চিকিতসাধীন ৭ শিশুকে দ্রুত জাতীয় হৃদরোগে ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রেকেয়া সুলতানা। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি। আর, দ্রুত পুড়ে যাওয়া ইউনিটগুলোকে প্রস্তুত করার কথা জানান পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর আলম।
দুপুর পৌনে ২টার দিকে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুনের ঘটনা ঘটে। এতে ইউনিটের এসি ও পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী পুড়ে যায়।
এ ঘটনায় চিকিৎসাধীন শিশুদের স্বজনদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দিক বিদিক ছুটাছুটিও করেন তারা। কোনো কোনো শিশুর স্বজনরা হাসপাতালে না থাকলেও এমন খবরে দ্রুত ছুটে আসেন তারা।
চিকিৎসাধীন শিশুদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয় কর্তব্যরত ডাক্তাররা। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে অনেকে ৪ তলা থেকে আশ্রয় নেন হাসপাতালের নিচ তলায়। ফায়ার সার্ভিস জানায়, ৪ ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও পরিচালক। ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় হাসপতালের আগুন নিয়ন্ত্রনে আনা হয়।