ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশে বেড়েছে যানবাহনের চাপ
- আপডেট সময় : ০৩:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
রংপুর বিভাগের প্রবেশ দ্বার ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশে ৩২ কিলোমিটার এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। গত কয়েকদিনের নাশকতার ভয়ে এই সড়ক প্রায় জনশূণ্য ছিলো। দিনের বেলায় গাড়ীর চাপ বেশী থাকলেও রাতের বেলায় কিছুটা কম। আর পুলিশ বলছে যানমাল নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি বসানো চেক পোষ্ট।
রংপুর বিভাগের প্রবেশের একমাত্র দ্বার এটি, রংপুরের আট বিভাগে চলাচল করতে হয় ঢাকামুখী মানুষের । গতকয়েক দিনের নাশকতার ভয় এখনো কাটেনি তাই অনেকটা জীবনের ভয় নিয়েই কর্মের সন্ধানে ছুটছে সবাই।
নাশকতা ও কারফিউ’র কারণে দিনের বেলায় ভয় না কম থাকলও সন্ধ্যার আগেই গন্তব্যে তাড়া থাকে চালকদের। এজন্য ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের । কারফিউর মধ্যেই আয় আশায় ছুটতে হচ্ছে বলে জানান চালকরা। অন্যদিকে মহাসড়কের পাশাপাশি বিভিন্ন উপজেলা শহরে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর বলে জানান জেলা পুলিশের এই র্শীষ কর্মকতা । এদিকে দ্রুত সমায়ের মধ্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সবার