ঢাকা-মাওয়া সড়কে গাড়িতে ডাকাতি করে পালানোর সময় এক ডাকাতের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরের কেউটখালী এলাকায় ঢাকা-মাওয়া সড়কে একাধিক গাড়িতে ডাকাতি করে পালানোর সময় এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন দুই ব্যক্তি।
গেল রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেউটখালীর ঢাকামুখী রাস্তায় ব্যারিকেড দিয়ে ৭-৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল একাধিক গাড়িতে ডাকাতি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় ডাকাতরা। পরে সেখান থেকে অজ্ঞাত এক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ মারুফা জানান, হাসপাতালে আনার আগেই ওই ডাকাতের মৃত্যু হয়েছে। তবে তার শরীর আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, একজনের মরদেহ উদ্ধার করলেও তার পরিচয় পাওয়া যায় নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।