ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলছে দখলের মহোৎসব
- আপডেট সময় : ১১:১৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে চলছে দখলের মহোৎসব। চার লেনের সড়কে অবৈধ স্ট্যান্ড, হাট-বাজার ও দোকানপাট বসায় সংকোচিত হয়ে গেছে রাস্তা। এতে ফোর লেনের সুবিধা ভোগের বদলে বেড়েছে দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনা। ময়মনসিংহ সড়ক বিভাগ বলছে শিগগিরই শুরু হবে উচ্ছেদ অভিযান।
ময়মনসিংহের চরপাড়া থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ৮৮ কিলোমিটার চার লেনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চালু হয় ২০১৬ সালের জুলাইয়ে।
ময়মনসিংহ অংশের ভালুকা, ত্রিশাল, চুরখাই, চরপাড়াসহ বিভিন্ন জায়গায় সড়কের উপর গড়ে উঠেছে বাস, ট্রাক সিএনজি অটোর অবৈধ স্ট্যান্ড। কোথাও বসেছে হাট-বাজার। এতে রাস্তার প্রশস্ততা কমে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। রয়েছে ধীর গতির যানবাহনের দাপট। দখলের মহোৎসবের কারনে মহাসড়কটিতে জন দুর্ভোগের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনাও।
বিভিন্ন সিন্ডিকেটের কবল থেকে মহাসড়কটি দখল মুক্ত করার দাবি জানালেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই নেতা।
এদিকে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, শিগগিরই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুরু হবে উচ্ছেদ অভিযান।
মহাসড়কটিতে নিরাপদ যাতায়তের জন্য আশ্বাসের পরিবর্তে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন দেখতে চায় ময়মনসিংহবাসী।