ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়কে প্রতিদিন বাড়ছে যানজট আর দুর্ঘটনা
- আপডেট সময় : ০১:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
ঝুঁকিপূর্ণ পারাপারে ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়কে প্রতিদিন বাড়ছে যানজট আর দুর্ঘটনা। পর্যাপ্ত ফুটওভার ব্রিজ না থাকায় এবং যেকয়টি ফুটওভার ব্রিজ আছে, পথচারীরা
সেগুলোও ঠিকমতো ব্যবহার না করায় ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপারের কারণে যানজট এবং দুর্ঘটনা এখন স্থানীয়দের নিত্যসঙ্গী। যানজট এবং দুর্ঘটনা রোধে পথচারীদেরকে সচেতন করার পাশাপাশি নানা পদক্ষেপ নেয়ার কথা বলছে সংশ্লিষ্ট প্রশাসন।
প্রশাসনের উদাসীনতা ও গাফিলতিতে ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়কের ময়মনসিংহ অংশের ছাপ্পান্ন কিলোমিটার এখন মরণফাঁদ। শিল্পাঞ্চল ভালুকার নাসির গ্লাস কারখানার সামনে থেকে ময়মনসিংহ নগরীর বাইপাস পর্যন্ত সড়কে ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহারে গড়িমসি পথচারীদের। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে আরো ফুটওভার ব্রিজ তৈরির দাবি
স্থানীয়দের।
এদিকে, ফুটওভার ব্রিজ ব্যবহারে সাধারণ জনগণকে সচেতন না করার জন্য স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে দোষছেন সচেতন পথচারীরা। পথচারীদের বিশৃঙ্খলভাবে মহাসড়ক পারাপারের কারণে বেকায়দায় পড়ছেন চালকরা।
তবে, ফুটওভার ব্রিজ ব্যবহারে উদ্যোগী হতে পথচারীদের সচেতন করার পাশাপাশি নানা পদক্ষেপ নেয়ার কথা জানান সওজের এই কর্মকর্তা।
মহাসড়ক নিরাপদ রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান নগরবিদদরা।