ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতির চরভাবলা থেকে পশ্চিম টোলপ্লাজা ছাড়িয়ে ২৩ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে
- আপডেট সময় : ০৪:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ১৬৩১ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতির চরভাবলা থেকে পশ্চিম টোলপ্লাজা ছাড়িয়ে ২৩ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গেল মধ্যরাত থেকে এ যানজট সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। মধ্যরাতে সদর উপজেলার মাদারজানী এলাকায় ঢাকাগামী মুরগী ভর্তি একটি পিকআপ রাস্তায় উল্টে যায়। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে।
এতেই বাঁধে যানজট। গাড়ি সরিয়ে নেয়ার সময় দ্রুত গতির একটি পিকআপ চাপায় স্থানীয় থানার এক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে, কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ঢাকাগামী এক ট্রাকের চাকা বিকল হয়ে গেলে যানজট আরও দীর্ঘ হয়। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান জানান, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অন্তত ৫টি গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।