ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
সীতাকুণ্ড ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পুলিশ জানায়, তারা বিভিন্ন সময় মহাসড়কে যাত্রীবেশে ছিনতাই করতো এবং মহাসড়কে চলন্ত গাড়িতে রড মেরে গাড়িতে ডাকাতি করতো। এঘটনায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে দুইটি মামলা করা হয়েছে।