ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬৮০ বার পড়া হয়েছে
কুমিল্লার বিজয়পুর রেল গেইটে লরি উল্টে ট্রেন লাইনে কাত হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লরি ও অটোরিকশা দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লরিটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে জিআরপি পুলিশ। সকাল ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ক্রসিংয়ের ওপর এই দুর্ঘটনা ঘটে। রেলকর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর থেকে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে অন্তত ২ ঘণ্টা। এ ছাড়া রেললাইনের ওপর থেকে লরিটি সরাতে অন্তত আরও দেড় ঘণ্টা সময় লাগবে।