ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পে চার’শ কোটি টাকার অনিয়ম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খানের অনিয়ম, অবৈধ নিয়োগ–বাণিজ্য ও বিভিন্ন প্রকল্পে অর্থ লুটপাটের অভিযোগ তদন্তে ওয়াসার ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্ব একটি টিম সকালে জিজ্ঞাসাবাদ করে। দুদক সূত্র জানায়, ওয়াসার পদ্মা জশলদিয়া প্রকল্প, গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প, দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে ৩ হাজার ১’শ কোটি টাকা এবং গুলশান বারিধারা লেক দূষণ প্রকল্পে ৫০ কোটি টাকার দুর্নীতিসহ আরও কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তদন্তে দুদকে তলব করা হয় তাদের। এর আগে, দুর্নীতি তদন্তে ওয়াসার ৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেয় দুদক। এ ইস্যুতে গতকালও জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে।