ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বর্ষসেরা অফার নিয়ে আসছে গোল্ডস্যান্ডস গ্রুপ
- আপডেট সময় : ০৪:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১৫১১ বার পড়া হয়েছে
নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। প্রত্যেকবারের মতো এবারও মেলায় অংশ নিচ্ছে দেশের পর্যটন শিল্পে শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ। স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি এবার গ্রাহকদের জন্য নিয়ে আসছে বর্ষসেরা অফার।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৭৭ নম্বর প্রিমিয়ার স্টলে থাকছে গোল্ডস্যান্ডস গ্রুপ। কক্সবাজার ও কুয়াকাটায় আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেলে মালিকানা ক্রয় এবং আমিন সিটি পূর্বাচল ও গোল্ড সিটি মাওয়াতে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় সব অফার। হোটেল, পর্যটন ও ভূমি উন্নয়ন খাতে গ্রুপটির বিভিন্ন প্রকল্পে মেলা উপলক্ষে থাকছে আকর্ষণীয় মূল্য, এক্সক্লুসিভ প্যাকেজ এবং সীমিত সময়ের বিশেষ সুবিধা। থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের সুবিধাও।
গোল্ডস্যান্ডস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্য মেলায় গোল্ডস্যান্ডস গ্রুপ তাদের সেবা ও প্রকল্পসমূহ প্রদর্শন করছে। স্টলটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। অভিজ্ঞ সেলস ও কনসালটেশন টিম স্টলেই আগ্রহীদের সরাসরি তথ্য ও পরামর্শ প্রদান করবেন।
মেলা উপলক্ষে গোল্ডস্যান্ডস গ্রুপ হোটেলের মালিকানা ক্রয়ে থাকছে বিশেষ মূল্যছাড়। কক্সবাজার ও কুয়াকাটায় আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেলে এক্সক্লুসিভ বুকিং অফার। সহজ ডাউন পেমেন্ট ও কিস্তি সুবিধার ব্যবস্থা, এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্যাকেজ, প্রপার্টি ও ইনভেস্টমেন্ট কনসালটেশন সুবিধা ইত্যাদি। স্টলে আগত দর্শনার্থীরা প্রকল্পের নকশা, লোকেশন, ভবিষ্যৎ সম্ভাবনা ও রিটার্ন বিষয়ে বিস্তারিত ধারণা নিতে পারবেন।
বাণিজ্য মেলার পাশাপাশি গ্রাহকরা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন গোল্ডস্যান্ডস গ্রুপের করপোরেট হেড অফিসেও। গোল্ডস্যান্ডস গ্রুপের করপোরেট হেড অফিস, ৪৭ নাসা হাইটস, গুলশান সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২। ফোন: +৮৮০১৮৭৭৭-১৫৩৩৩। ভিজিট করতে পারেন গোল্ডস্যান্ডস গ্রুপের ওয়েবসাইটে: www.goldsandsgroup.com। এছাড়া গোল্ডস্যান্ডস গ্রুপের তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, উত্তরা, চট্টগ্রামের আগ্রাবাদ ও খুলশী ব্রাঞ্চ থেকেও গ্রাহকরা বিস্তারিত জানতে ও হোটেল এবং জমির মালিকানা ক্রয় করতে পারবেন।



















