ঢাকায় সফররত ররি মুনগোবেনের সাথে বৈঠক করেছে আ’লীগের প্রতিনিধি দল
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
 - / ১৬১১ বার পড়া হয়েছে
 
ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুনগোবেনের সাথে বৈঠক করেছে আওয়ামী লীগ প্রতিনিধি দল।
বৈঠকে মানবাধিকার লঙ্ঘনকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। জবাবে জাতিসংঘের প্রতিনিধি দল জানায়, পৃথিবীর অধিকাংশ দেশে মানবাধিকার নিয়ে অনেক সমস্যা। বাংলাদেশের সমস্যা সমাধানে তারা কাজ করতে চায়। এসময় মানবাধিকার নিয়ে প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা যাচাইয়ের আহবান জানায় আওয়ামী লীগ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুনগোবেনের সাথে সকালে বৈঠকে বসেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
																			
																		















