ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিকেল ৪টায় হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছান অজি ক্রিকেটাররা।
পরে বিমান বন্দরে থেকে সরাসরি চলে যান টিম হোটেলে। এই সিরিজে বাংলাদেশে আসেননি স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্ল্যান ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চের মতো তারকারা। বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাই এই সফরে অজিদের অধিনায়কত্ব কে করবেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ম্যাথু ওয়েড ও অ্যালেক্স ক্যারি। ৩ দিনের কোয়ারেন্টাইনের পর ১ আগস্ট মাঠের অনুশীলনে নামার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।