ঢাকায় উম্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইটে কোন অনুষ্ঠান করা যাবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় উম্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইটে কোন অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিল, গুলশান ও বনানীতে
৩১ ডিসেম্বর রাত ৮ টার পরে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এসব এলাকায় গাড়ি পার্কিংসহ অবস্থান করা যাবে না। এছাড়াও বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন ঢাকা মহানগরীর সব বার বন্ধ থাকবে বলেও জানান তিনি। ডবলেন, এ দুইদিন রাজধানীতে কোনো ডিজে পার্টির আয়োজন করা যাবে না।