ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭০৯ বার পড়া হয়েছে
যুগপৎ আন্দোলনের কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকায় সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে বেলা ২টায়।
এছাড়া ১০ বিভাগীয় শহরে একইসময়ে এই কর্মসূচি পালন করবে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাকর্মীরা। সমাবেশে সফল করতে সকাল থেকেই নয়াপল্টনের সামনে জড়ো হতে দেখা যায় নেতাকর্মীদের। সমাবেশ ঘিরে ইতোমধ্যে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।১০ দফা দাবিতে বছরের শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করছে দল ও এর অঙ্গসংগঠন। ১৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা আসতে পারে আজকের সমাবেশ থেকে।