ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কিছুটা বৃষ্টি হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কিছুটা বৃষ্টি হয়েছে। পৌষ মাসের শেষে মঙ্গলবার সন্ধ্যার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সারা দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করা মেঘমালা রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে দেশের বেশির ভাগ অঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। পূর্বাভাস বলছে, সারা দেশে মেঘ–বৃষ্টি ও রোদের লুকোচুরি আরও কয়েক দিন চলবে। কাল বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এতে তাপমাত্রা কমে দিনের বেলায় শীত বাড়বে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।