ঢাকাসহ আশপাশের অঞ্চলে থেমে থেমে বৃষ্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঢাকাসহ আশপাশের অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৩ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবার বৃষ্টি কমে আসতে পারে বলে জানানো হয়েছে।
দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ছানাউল হক মন্ডল জানান, সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বগুড়ায়। সেখানে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে কর্মস্থলে গেছেন সবাই। সারাদিন তীব্র যানজট সৃষ্টি ছিল রাজধানীজুড়ে। অফিস শেষে কর্মস্থল থেকে বাসায় ফিরতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ২৪ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ।