ঢাকার সমাবেশ ঘিরে নতুন করে জ’ঙ্গি ইস্যু তৈরি করছে সরকার : ফখরুল
- আপডেট সময় : ০৯:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
সরকার জঙ্গি দলে পরিণত হয়েছে বলেই, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন দমনে সব ধরনের চেষ্টা চাটিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিভাগীয় গণসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বিকল্প প্রস্তাব পেলে ভেবে দেখবে বলেও জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্বস্তিকা সিংহের প্রতিবেদন।
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কাউন্সিলে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, একটা গণসমাবেশেও সহিংসতা হয়নি ।
সরকার সমাবেশকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করছে । কারণ, শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে চায় না তারা।
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট বসানো ও নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে সরকারের সমালচনা করেন তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে গ্রহণযোগ্য প্রস্তাব পেলে বিএনপি পূর্ণবিবেচনা করবে বলে জানান মির্জা ফখরুল ।
সরকার জঙ্গির কথা বলে নিজেরাই নাশকতা করছে বলেও দাবি করেন তিনি।