ঢাকার বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
ঢাকার বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করেছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং। সোমবার দিবাগত রাত ২টার দিকে অবতরণ করেন তিনি। তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সেখানে দুই পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়ের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বৈঠকে বসেন তারা। কূটনৈতিক সংশ্লিষ্টরা জানান,যাত্রাবিরতি হলেও ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য ঢাকার বিমানবন্দরে নেমেছে।ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাচ্ছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরে যাত্রাবিরতি করতে ঢাকায় সংক্ষিপ্ত সফর সেরে ফেলছেন গ্যাং।