ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১১ ডিগ্রি সেলসিয়াস
- আপডেট সময় : ০৭:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ১৭০৮ বার পড়া হয়েছে
তীব্র শীতে রাজধানীসহ কাঁপছে সারাদেশ। অধিকাংশ জেলায় দেখা নেই সূর্যের। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলের জনজীবন। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। এছাড়া বিভিন্ন অঞ্চলে আগামীকাল বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর তীব্র শীতে চরম কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে, পুরো জানুয়ারী মাস জুড়ে শীতের তীব্রতা থাকবে। বুধবার দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিসহ ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ। বৃষ্টির পর থেকে শীতের তীব্রতা কমতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায়, ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।