কাজী মিডিয়া লিমিটেডের (দীপ্ত টিভি) ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারকেন্দ্র ডয়চে ভেলে (ডিডব্লিউ)। এই চুক্তির অধীনে ডয়েচে ভেলের ভিডিও কনটেন্ট পাওয়া যাবে দীপ্ত প্লের ওয়েবসাইট ও অ্যাপে।
এ চুক্তির মাধ্যমে ডয়েচে ভেলের কন্টেন্ট স্থান পাচ্ছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে। যা দীপ্ত প্লের দর্শকদের জন্য হবে নতুন মাত্রা।
এ প্রসঙ্গে ডয়েচে ভেলের বাংলাদেশে নিয়োজিত ডিজিটাল ডিস্টিবিউশন কো-অর্ডিনেটর নাজিয়া আদনিন বলেন, ‘ডয়েচে ভেলের উদ্দেশ্য বিশ্বব্যাপী তাদের কন্টেন্ট ছড়িয়ে দেওয়া। আমরা সব সময় চেষ্টা করি আমাদের ভালো কন্টেন্টগুলো প্রথম সারির গণমাধ্যমে প্রচার করার। সেই সঙ্গে যারা সুস্থ ধারার বিনোদন নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে যুক্ত হতে। সেই ধারাবাহিকতায় দীপ্ত প্লে ওটিটির সঙ্গে আমাদের যাত্রা শুরু হলো।’
তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে দীপ্ত টিভি পরিবারের সঙ্গে অনেক মানসম্মত কন্টেন্ট নিয়ে আমরা কাজ করবো বলে আশা রাখি।
দীপ্ত টিভির হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম বলেন, ‘দীপ্ত টিভি শুরু থেকেই সুস্থ ধারার বিনোদন নিয়ে কাজ করছে। সম্প্রতি আমরা আমাদের ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে লঞ্চ করেছি। এই অল্প সময়ে দর্শকদের যে ভালোবাসা, সমর্থন আমরা পাচ্ছি, এটা প্রমাণ করে যে দীপ্ত টিভির মতো দীপ্ত প্লে মানুষের মনে জায়গা করে নিয়েছে। দর্শকদের আরও নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য আমাদের ডয়েচে ভেলের সঙ্গে কন্টেন্ট পার্টনারশিপ করা হলো। সামনের দিনগুলোতে আমরা আরও অনেক ধরনের কন্টেন্ট নিয়ে আসছি।’
৩১ জানুয়ারি দীপ্ত টিভি কার্যালয়ে ডয়েচে ভেলের বাংলাদেশে নিয়োজিত ডিজিটাল ডিস্টিবিউশন কো-অর্ডিনেটর নাজিয়া আদনিনের উপস্থিতিতে সমঝোতা চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মোজাম্মেল হোসেন, হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম এবং ডিজিটাল মিডিয়ার সহকারী ব্যবস্থাপক (সেলস, ক্যাম্পেইন অ্যান্ড পার্টনারশিপ) রবিউল ইসলাম রানা।