ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা একটি হত্যাচেষ্টা: এফবিআই

- আপডেট সময় : ০১:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৮২৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা একটি হত্যাচেষ্টা। নিশ্চিত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। বর্তমানে এই সংস্থাটি ঘটনাটি তদন্তের দায়িত্ব নিয়েছে। শুরুতে মার্কিন সিক্রেট সার্ভিসের কাছে তদন্তের দায়িত্ব দেয়া হলেও তা হস্তান্তর করা হয়েছে।
পেনসিলভেনিয়ায় একটি সমাবেশে গুলির শব্দ শোনার পরপরই নিরাপত্তা কর্মীরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নেন। এর কিছুক্ষণ পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, একটি বুলেটের আঘাতে তার কানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
নির্বাচনি প্রচারণা সভায় গুলিতে আহত হওয়া সত্ত্বেও দলের জাতীয় সম্মেলনে অংশ নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে আজ থেকে ১৮ জুলাই পর্যন্ত রিপাবলিকানদের জাতীয় সম্মেলন। স্নাইপার হামলাকারীর পরিচয় সনাক্তের পর তার গাড়িতে ও বাড়িতে তল্লাশি চালিয়ে ‘বিস্ফোরক’ পেয়েছে তদন্তকারী সংস্থা।