ডিসেম্বরে পতাকা হাতে লাখ লাখ লোক রাজপথে নামবে : কাদের
- আপডেট সময় : ০৭:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ডিসেম্বরে বিজয়ের পতাকা হাতে লাখ লাখ লোক রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডিসেম্বর মাস তাদের নয়, আওয়ামী লীগের। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনায় এসব কথা ওবায়দুল কাদের। খুনিরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে শিশু রাসেলকে হত্যা করেছিলো বলেও মন্তব্য করেন তিনি।
উনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি।
আলোচনায় অংশ নিয়ে শেখ রাসেলের স্মৃতিচারণ করেন দলের নেতারা। বলেন, ইতিহাসের পাতায় ৭৫-এর ১৫ আগস্ট একটি কলঙ্কিত অধ্যায়।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিলো বলেই আইন করে খুনিদের রক্ষা করেছিলেন তিনি।
বিদেশীরা কাউকে ক্ষমতায় বসাবে না উল্লেখ করে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২০০১ সালের পুনরাবৃত্তি আর হবে না।
এ সময় সিট ও ভর্তি বানিজ্য নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরও সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।