ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন মেট্রোরেলের; সর্বনিম্ন ভাড়া ২০ টাকা
- আপডেট সময় : ০৭:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
রাজধানীর প্রথম মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত খরচ পড়বে ১০০ টাকা। এছাড়া প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা। সকালে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে এ সব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি ।
গেল বছরের ২৯ আগস্ট দিয়াবাড়ির ডিপোতে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের পর তিনি জানান, এ বছরের শেষে সকলের জন্য চালু হবে তরুণ প্রজন্মের স্বপ্নের এই মেট্রোরেল। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেলের নির্মাণকাজ চলমান ।
এরই ধারাবাহিকতায় এবার উদ্বোধন করা হলো মেট্রোরেলের প্রদর্শনী ও তথ্যকেন্দ্র। উত্তরার দিয়াবাড়ি ডিপোতে-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরে সাংবাদিকদের তিনি জানান, আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হবে।
এসময় স্বপ্নের মেট্রোরেল ভ্রমণে যাত্রীদের ভাড়ার বিস্তারিত তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিনা ভাড়ায় মেট্রোরেলে চড়তে পারবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।
এরআগে অতিথিদের সঙ্গে নিয়ে মেট্রোরেলের প্রদর্শনী ও তথ্যকেন্দ্র ঘুরে দেখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।