ডিবি কার্যালয়ে হিরো আলম
- আপডেট সময় : ০৪:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ১৮৬২ বার পড়া হয়েছে
ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচনের ভোটের দিন হামলার শিকার হওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি তার ব্যক্তিগত সহকারী শুভকে নিয়ে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আসেন।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩টায় তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। হামলার ঘটনায় সরাসরি জড়িতদের শনাক্তের উদ্দেশ্যে তাকে ডাকা হয়েছে।
এ বিষয়ে হিরো আলম বলেন, আমার ওপর যে হামলা হয়েছে, সেই হামলাকারীদের শনাক্ত করতে ডিবিপ্রধান হারুন অর রশিদ আমাকে ডিবি কার্যালয়ে ডেকেছেন। এজন্য আমি এসেছি।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে মামলাটি করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে সবশেষ গতকাল বুধবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মানিক গাজী ও আল আমিন।
এর আগে গ্রেফতার হওয়া ৭ জন হলেন- ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)। তাদের মধ্যে দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাকি পাঁচজন কারাগারে।