ডিবিসি নিউজের আব্দুল বারির গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
ডিবিসি নিউজের প্রযোজনা সহকারী আব্দুল বারির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের খবর শোনার পর সিরাজগঞ্জে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টো দিকের সড়কের পাশ থেকে আব্দুল বারির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বারি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাশগাতী গ্রামের আব্দুল্লাহ্ শেখের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে বারি ছিলেন দ্বিতীয়। এলাকাবাসী জানায় বারি খুবই নম্র প্রকৃতির মানুষ ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। আগামী ঈদের পর তার বিয়ে করার কথা ছিলো। পাত্রিও ঠিক করা হয়েছিল। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।