ডিজেলের মূল্যবৃদ্ধিতে পোশাক উৎপাদন খরচ বাড়বে বলে জানিয়েছে বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান। এতে ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি। ঢাকার গুলশানে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
তিনি বলেন, ডিজেলের দাম বাড়ায় পণ্য পরিবহন এবং অনান্য আনুষঙ্গিক কাঁচামাল ও সেবার মূল্য বেড়েছে। এরফলে পোশাক উৎপাদন খরচ ৫ শতাংশ পর্যন্ত বাড়বে। বৈশ্বিক মহামারিকালে পোশাক শিল্পে অর্ডার কমেছিল। বর্তমানে অনেক অর্ডার দিচ্ছেন ক্রেতারা। তবে কাজের অর্ডার বাড়লেও পণ্যের দাম তেমন বাড়েনি বলেও জানান বিজিএমইএ সভাপতি। তিনি আরও বলেন, কারখানাগুলোকে পরিবেশবান্ধব করার জন্য ক্রেতাদের কাছে বেশি দাম আদায়ের জন্য কাজ করছে বিজিএমইএ।