ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দিতে বর্তমান প্রজন্মকে যোগ্য হবার আহবান অর্থমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আগামী দিনের ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দিতে বর্তমান প্রজন্মকে যোগ্য হবার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। জানালেন, নতুন প্রযুক্তির ধারণা নিয়ে আসলে, অর্থসহ সব ধরনের সহযোগিতা করবে সরকার।
স্টার্টআপ প্রতিযোগিতা বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্টের-২০২১’এর সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। বলেন, তারুণ্যের বুদ্ধিবৃত্তিক উদ্ভাবন দ্রুত শক্তিশালী স্টার্টআপ সংস্কৃতির দিকে হাঁটছে। এসময় আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, সদ্য স্কুল পাশ করা শিক্ষার্থীদের মধ্য থেকেও উদ্যাক্তা আর উদ্ভাবকদের খুঁজতে অনুমতি পেয়েছে আইসিটি। প্রকল্প থেকে ২০২৬ সালের মধ্যে ২৬ হাজার উদ্যোক্তাদের খুঁজে নেয়া হবে বলেও জানান তিনি।