ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার শিক্ষিকা রুমা সরকারের দু’দিনের রিমান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে দু’দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই আদেশ দেয়। ঢাকার পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার রেব সদর দপ্তরে নিয়ে আসা হয়। পরে তাঁর বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড আবেদন করে রমনা থানা-পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানিশেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।