ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন এনটিভির ফজলে এলাহী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন এনটিভির রাঙামাটি জেলা করেসপনডেন্ট ফজলে এলাহী। দুপুরে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে তোলা হলে ফজলে এলাহীর জামিন আবেদন করা হয়। আসামির সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার বিষয়টি আদালতকে অবহিত করা হলে, আগামী সাত কার্য দিবসের মধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাঁঠালতলীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রাঙামাটির সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার ২০২১ সালে ডিসি পার্কের মালিকানা নিয়ে সংবাদ প্রচার করায় এলাহীর বিরুদ্ধে মামলা করেন।