ডিএনসিসি এলাকায় কোন ঝুলন্ত তারের জঞ্জাল থাকবে না : আতিকুল ইসলাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৬০০ বার পড়া হয়েছে
পহেলা অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় কোন ঝুলন্ত তারের জঞ্জাল থাকবে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের উদ্বোধনকালে একথা জানান তিনি। ৯ একর জমির উপর নির্মিত বিচারপতি শাহাবুদ্দিন পার্কটি, রাজধানীর অন্যতম আধুনিক পার্ক হবে বলে জানান মেয়র। এ সময় তিনি আরো বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীতে অবৈধ বিলবোর্ড ও ব্যানার-ফেস্টুন উচ্ছেদ অভিযান চলবে। যত বড় ক্ষমতাধারী হোক না কেন, এ কাজে কেউ বাধা দিতে পারবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধনকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন। এসময় তারা আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পার্কটির প্রশংসা করেন।