ডিইউএসএইউ এর উদ্যোগে জমকালো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ১৭২৯ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন Dhaka University Students’ Association of Uttara (DUSAU) এর উদ্যোগে একটি জমকালো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা সবার মাঝে একাত্মতা ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আব্দুল্লাহ আল মামুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাসান মনজুর, যিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও ডুসাউয়ের প্রতিষ্ঠাতা সভাপতি রাহুল মল্লিক, সাবেক সভাপতি আবু সুফিয়ান জুয়েল এবং নাফিউ হোসেন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
২০১২ সালে প্রতিষ্ঠিত ডুসাউ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে বন্যায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ফল উৎসব এবং অন্যান্য সেবামূলক উদ্যোগ।
টুর্নামেন্টে উপস্থিত ডুসাউয়ের বর্তমান সভাপতি আবু জুবায়ের এবং সাধারণ সম্পাদক সিয়াম সাজিদ শিক্ষার্থীদের একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, “যদি আমরা সবাই নিজের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডুসাউয়ের ভবিষ্যৎ সাফল্য ও সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।