সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিদেশ গমনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ব্যাপারে সরকারেরও কিছু বলার নেই। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত নেবে। তাদের প্রস্তাব আসলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। এসময় তিনি বলেন, বিএনপি শুধু দাবি করলেই হবে না। আইন অনুযায়ী সবকিছু সমাধান হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডাক্তার মুরাদ বিদেশে থাকবেন নাকি স্বদেশে থাকবেন, এটি তার এখতিয়ারের ব্যাপার। এ ব্যাপারে সরকারের কিছু বলার নেই। এ সময় রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে থাকা এবং তাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে সৌদি সরকার আর্ন্তজাতিক অঙ্গনে কথা বলছে। ওআইসিতে স্ট্রং ভূমিকা রাখছে সৌদী আরব। জনশক্তি রপ্তানীতে পুলিশ ক্লিয়ারেন্স দ্রুত করার আহবান জানান সৌদি রাষ্ট্রদূত।