‘ডামি’ নির্বাচন বর্জনে রাজধানীতে বিএনপির লাঠি মিছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ১৮৮৯ বার পড়া হয়েছে
ডামি নির্বাচন বর্জনের দাবিতে রাজধানীতে লাঠি মিছিল করেছে বিএনপি ও সহযোগি সংগঠন। ‘অবৈধ নির্বাচন’ মানি না মানব না, ‘ডামি নির্বাচন’ মানি না মানব না, শ্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মিছিলে নেতৃত্বে দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, আজ দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আরেকটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। যারা ন্যায়ের পক্ষে রয়েছে তাদের বিজয় অবশ্যম্ভাবী। তিনি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে ‘অবৈধ নির্বাচন’ বর্জনের আহ্বান জানান।